ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

সত্যকথা বলার মতো মানুষ নাই

সত্যকথা বলার মতো মানুষ নাই
সাইয়িদ রফিকুল হক

 
চাটুকারে ভরে গেছে দেশ,
তোষামোদকারী চারিপাশে,
চলছে শুধু তৈলমর্দনের খেলা!
সত্যকথা বলার মতো মানুষ নাই।
 
পা-চাটা কুকুরে হাসে কত সুখে!
গোলামগুলো বাঁশি বাজায় হেসে,
আস্তাকুঁড়ের পাতাগুলো উঠতে চায় জাতে!
তবুও আজ সত্যকথা বলার মতো মানুষ নাই।
 
গামছাগুলো ছিল আগে হাত-পা মোছার কাজে,
এখন গামছাগুলোও উঠেছে কারও-কারও মাথায়!
চামচার কাঁধে ভর দিয়ে বিকৃত-মস্তিষ্ক হতে চায় নেতা!
সবখানে আজ নগ্ন তোষামোদকারী দালালের ভিড়।
 
চাটুকারে ভরে গেছে আজ সোনার বাংলা,
দালালের গন্ধে ঘুম আসে না আমাদের কতদিন,
পা-চাটা কুকুরের নগ্ন-খেলা আর তো সয় না!
তবুও আজ দেশে সত্যকথা বলার মতো মানুষ নাই।
 
 
সাইয়িদ রফিকুল হক
১৯/০৬/১৯

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 21/06/2019
সর্বমোট 1781 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন