ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

জ্বরের ওষুধ

জ্বরতপ্ত কপালে হাতের পরশের জন্য হলেও পাশে চাই তোমায় খসখসে গরম ঠোঁট ছুঁয়ে দিয়ে জড়িয়ে রাখবে খুব যতনে আমায় তেতো মুখে রুচবে নাতো কিছু তারপরেও ছাড়বে নাতো পিছু আমার নানা বায়না সয়ে ঝাল টক আর নোনতা কয়ে আলতো মেখে লংকা করে ধরবে মুখের কাছে! আর খাবো না, আর খাবো না এ যে তেতো ভাল্লাগেনা এবারই শেষ আর নেব না আরো নানা কথার ফাঁকে দেখব হঠাৎ থালই খালি হয়ে গেছে। গভীর থেকে গভীর হবে তন্দ্রা কিংবা মূর্ছা ক্ষণ তোমার কোলেই রব শুয়ে ওহে আমার আপন জন বৃষ্টি হবে, দিন ফুরোবে জ্বরের ঘোরে মন শুকোবে হাতের মুঠোয় হাতটি রবে, স্পর্শে তোমার জ্বর পালাবে।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ তন্ময় দেবনাথ তারিখঃ 16/06/2019
সর্বমোট 855 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন