ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

চাই শুধু সবুজ-বনভূমি


















চাই শুধু সবুজ-বনভূমি

সাইয়িদ রফিকুল হক

 
গৃহ চাই, ছায়া চাই,
মায়া চাই অনেক,
আরও চাই সবুজ-বনভূমি।
তপ্তপাথরের মরুভূমি চাই না আর,
তোমাদের এই খুব করে সাজানো-গোছানো
কৃত্রিম বাগানও আমাদের ভালো লাগে না আর।
 
চারিদিকে আজ চাই শুধু সবুজের মিছিল,
আরও চাই সবার বুকের ভিতরে সবুজ নিঃশ্বাস,
কালোধোঁয়ার চাই না এমন কোনো কুৎসিত শহর,
হতে চাই না সীসাময় জঘন্য কোনো নগরের বাসিন্দা,
উত্তপ্ত পৃথিবীর বুকে চাই শুধু একখণ্ড সত্যিকারের গ্রাম।
চাই না কোথাও আগুনে পোড়া কয়লার মতো হৃদয়,
চাই সবুজের বুকে সবুজ একখানি মানবিক হৃৎবাগান,
এত উন্নয়ন, এত আবাসন, এত নগরায়ণ চাই না কেহ,
মরতে চাই প্রিয় স্বদেশের বুকে শীতল একটা দেহ নিয়ে,
নেমে আসুক স্বদেশে সবুজের বুকে শুধু সবুজের হৃদয়,
গৃহ চাই, ছায়া চাই, আরও চাই অনেক বেশি মায়ার বাঁধন।
 
 
সাইয়িদ রফিকুল হক
১০/০৫/২০১৯

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 13/05/2019
সর্বমোট 2755 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন