ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

মিডিয়াতে শিশুশ্রমিক ও শিশুশ্রম

সিনেমাতে অভিনয় করলে অভনেতা বা অভিনেত্রী পারিশ্রমিক পান। বয়স ১৮ হয়নি এমন কেউ যখন এখানে কাজ করবে তখন সেটা শিশুশ্রম কেনো হবে না!!! যেখানে নিতান্ত পেটের দায়ে কেউ যখন নাবালককে সাবালক চরিত্রে উপস্থাপন করছে না!! 

বিষয়টা মজার না? 

 

তৃতীয় অধ্যায়
কিশোর শ্রমিক নিয়োগ

৩৪৷ (১) কোন পেশায় বা প্রতিষ্ঠানে কোন শিশুকে নিয়োগ করা যাইবে না বা কাজ করিতে দেওয়া যাইবে না৷

(২) কোন পেশায় বা প্রতিষ্ঠানে কোন কিশোরকে নিয়োগ করা যাইবে না বা কাজ করিতে দেওয়া যাইবে না, যদি না-

(ক) বিধি দ্বারা নির্ধারিত ফরমে একজন রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক তাহাকে প্রদত্ত সক্ষমতা প্রত্যয়নপত্র মালিকের হেফাজতে থাকে, এবং

(খ) কাজে নিয়োজিত থাকাকালে তিনি উক্ত প্রত্যয়নপত্রের উল্লেখ সম্বলিত একটি টোকেন বহন করেন

(৩) কোন পেশা বা প্রতিষ্ঠানে কোন কিশোরের শিক্ষাধীন হিসাবে অথবা বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য নিয়োগের ক্ষেত্রে উপ-ধারা (২) এর কিছুই প্রযোজ্য হইবে না৷


(৪) সরকার যদি মনে করে যে, কোন জরুরী অবস্থা বিরাজমান এবং জনস্বার্থে ইহা প্রয়োজন, তাহা হইলে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উহাতে উল্লিখিত সময়ের জন্য উপ-ধারা (২) এর প্রয়োগ স্থগিত ঘোষণা করিতে পারিবে৷

সূত্র: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬

মিডিয়াতে এসব কি মানা হয়? সদ্য এসএসসি পাস পূজা কিভাবে এডাল্ট চরিত্র করে সিনেমাতে? এটা আইনের প্রতি প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শণ ছাড়া আর কিছুই না। 

 

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ দুরন্ত.. তারিখঃ 08/05/2019
সর্বমোট 2601 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন