ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বাস্তবিক ভাবনা

 

রক্তের সম্পর্কের বাইরে গড়ে উঠা সম্পর্কগুলোর নির্দিষ্ট কোন সংজ্ঞা নেই। এই সম্পর্কগুলোর সংজ্ঞায়ণ আমাদের দৃষ্টিভঙ্গি ও আচরণের মাপকাঠির উপর নির্ভরশীল।।

আমাদের খারাপ সময়গুলো কতটুকু খারপ বা ভালো সময়গুলো কতটুকু ভালো সেটা নির্ভর করে সম্পর্কগুলোর কাছে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি কতটুকু ঠিক তার উপর।

বন্ধুত্ব বা ভালোবাসার অবিমিশ্রণে আপনি যে সম্পর্কটিকে আগলে রেখেছেন, অপরজন হয়তো সুতোকাটা ঘুড়িরর মত সেটা ছেড়ে দিয়েছে। এখানে জান্তে অজান্তে দুজনেই ঠকেই চলছে। কেউ ভুল প্রতশ্যার কাছে কেউ ভুল বিশ্বাসের কাছে।।

কেউ কাউকে ঠকাচ্ছেনা এই বিশ্বাস নিয়ে দুজনেই ভুল বৃত্তে হাঁটছে। একসময় কোন উত্তর নেই এমন দুটি প্রশ্নের মুখোমুখী প্রতিধ্বনি হয়-----
কেন এমন হলো????
কেন এমন হয়??? 
কেন এমন হতে থাকে????

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ তুষার শুভ্র তারিখঃ 02/03/2019
সর্বমোট 724 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন