ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

​ভালোবাসা আছে শুধু কাগজে-কলমে



















 
ভালোবাসা আজ আছে শুধু কাগজে-কলমে,
বক্তৃতা-বিবৃতি আর নাটকের যাবতীয় সংলাপে!
আর বাংলা সিনেমার গৎবাঁধা কথোপকথনে,
ভালোবাসা আছে শুধু কর্তাব্যক্তিদের মুখরোচক ভাষণে।
 
ভালোবাসার আত্মা মরে গেছে সেই যে কবে!
আমাদের ভালোবাসা আজ মরাগাঙের হাস্যকর ঢেউ,
অনেকেই আজ শুধু লোকঠকিয়ে স্বার্থআদায় করতে জানে,
লাভের হিসাব কষতে প্রায় সবাই আজ খুব বেশি পারদর্শী।
 
লোভীমানুষগুলোর অন্তর মরে গেছে নতুন টাকার ঘ্রাণে,
অথবা ওদের হৃদয় ছেয়ে আছে সাদা-কালো টাকার বেড়াজালে,
এই লোভীজীবনে ভালোবাসার কথা কি এদের একটুও মনে আছে?
ভালোবাসা আজ রাস্তার ফকিরকে দুই-পাঁচ টাকা ভিক্ষা দেওয়ার মতো।
 
ভালোবাসা এখন শুধু দেহকেন্দ্রিক ফূর্তিবাজের নেশাভরা আড্ডার মতো,
এখানে বিলাসিতার ঝড় ওঠে দিনদুপুরে কিংবা নিষিদ্ধ গভীর শৌখিন রাতে,
ভালোবাসাহীন জীবনে কতকগুলো মাংসলোভীপশু শুধু দেহআঁকড়ে থাকে।
নতুন চকচকে দেহের জন্য রাশি-রাশি টাকায় ঝরে পড়ে ক্ষুধার্ত ভালোবাসা।
 
রাস্তার পাশে অভুক্ত মানুষের জন্য জন্মে না সামান্য ভালোবাসার চারাগাছ,
সুন্দর, মেদহীন, রমণীয় দেহের জন্য জন্ম নেয় বটবৃক্ষের মতো বিশাল ভালোবাসা!
মানুষের জন্য মানুষের স্বাভাবিক নিলোর্ভ ভালোবাসা আজ কোথাও খুঁজে পাই না,
মানুষের ব্যবসামুখী-কৃত্রিম জীবনে আজ ভালোবাসা লেখা আছে শুধু কাগজে-কলমে।
 
 
অপর্ণা সেন
ঢাকা।
২৭/০২/২০১৯
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ অপর্ণা সেন তারিখঃ 27/02/2019
সর্বমোট 4920 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন