ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ভুল ভাবনার কষ্টগুলি

চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিলো
দূরের যেই মেঘগুলি,দূরের যেই মুখগুলি,
সেগুলিই ছিলো আমার পরম আরাধ্য!
সেই মেঘগুলির জন্য
তৃষিত চাতকতৃষ্ণা ছিলো বুকের অলিন্দে!
যেই মুখগুলির জন্য
দৃষ্টিররক্তাক্ত হাহাকার ছিলো চোখের মণিতে!
আমার বিনিদ্র রজনীর প্রার্থনাবাক্য ছিলো তাদের উদ্দেশ্যে ।
দুইটা যুগের ব্যবধানে আজ আমি
যখন ফের সেই মুখগুলি দেখলাম,
দেখলাম সেখানে মুখোশের আড়ালেই
সংকির্ণ চিন্তার,ধর্মান্ধ, পচালগা লাশ!
মেঘের আড়ালে জলের বদলে দেখলাম
রাশিরাশি শিলাপাথর।
হায় মুখ। হায় মেঘ! হায় প্রার্থনা!
হায় আমার অতৃপ্তিকর শৈশব যৌবনে অযাচিত না বলা কষ্ট!

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 17/02/2019
সর্বমোট 462 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন