ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

কোথাও ভালোবাসা নাই























চারিদিকে কত ভালোবাসা!
ফুলের কত যে ছড়াছড়ি!
তবুও তো দেখি কোথাও ভালোবাসা নাই।
সবখানে এখন বড়-বড় অভিনয়শিল্পী
সুনিপুণভাবে ফেলছে প্রেমের জাল,
শুধু আয়োজন, আর যে শুধুই অভিনয়,
জমে উঠেছে তো প্রেম-প্রেম খেলার দারুণ নাটক!
ফুলগুলো সব হাতে ওঠে তাই কিছু সময়ের জন্য
আবার এগুলো পদদলিত হয় করুণভাবে!
ভালোবাসা আজ একহাতে ধরা, আরেক হাতে ঘৃণা,
অভিনয় শুধু কত হাসিমুখে চলছে দারুণভাবে!
এই অভিনয়ে চারিদিকটা যে এখন বেশ জমজমাট।
আজ চারিদিকে কত ভালোবাসা, আর কত ফুল!
তবু কেন আজ মন ভরে নাকো তোমাদের অভিনয়ে?
নতুন-নতুন পোশাকগুলো আছড়ে পড়ছে পথেপ্রান্তরে
সাগরের তীব্র জলোচ্ছাসের মতো! তবু ঢেউ জাগে না!
তোমাদের এই পোশাকের বাহারে ভালোবাসা-ঢেউ
জেগেছে কি আজ কারও মনে ক্ষণিকের জন্য?
তোমাদের মনে কখনো কি জেগেছে একটু ভালোবাসা?
আজ চারিদিকে কত ফুলকলি, কত তৃষিত মন!
তবু কি কখনো মানব-মানবীর মনটুকু হয়েছে অভিনয়মুক্ত?
সবখানে আজ হেঁটে-হেঁটে তাই খুব ক্লান্ত হয়েছে একজন
আরও ক্লান্ত এক মুসাফির চেয়ে দেখে, কোথাও ভালোবাসা নাই!
 
 

অপর্ণা সেন
ঢাকা।
১৫/০২/২০১৯

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ অপর্ণা সেন তারিখঃ 15/02/2019
সর্বমোট 3996 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন