ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ভালোবাসি বলো না

ভালোবাসি,
এই কথাটা বলো না!
প্রয়োজন বলো,স্পর্শ-গন্ধের কথা বলো,
আমি তোমার সৎসাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে
নত হবো তোমার বুকের কাছে!
আমারো প্রয়োজন আছে,
স্পর্শ গন্ধ আমিও চাই!
আমিও চাই প্রতিটি রাত্রি প্রতিটি ভোর
শুরু থেকে শেষ হোক তুমুল স্পর্শ-গন্ধের মাদকতায়!
প্রতিটি ক্ষণ জীবন্ত হয়ে উঠুক উষ্ণ আদিমতায়।
ভালোবাসি
এই কথাটা বলো না!
যুগযুগ ধরে নিজ পরম্পরায় অমরতার জন্য
আমাকে ভূমি করে একটা অংকুরিত প্রাণের ভেতর বেঁচে
থাকার জন্য তোমার প্রবল আকুতির কথা বলো আমি
তোমার পায়ের কাছে নত হবো
কারণ আমিও আমরতা চাই!
আমিও চিহ্ন রেখে যেতে চাই
আমিও চাই নতুন প্রাণের মাঝে পৃথিবীতে অমর হতে!
ভালোবাসি
এই কথাটা কখনোই বলো না,
ভালোবাসার ছলে ডানা কেটে খাঁচায়পুরা পাখিজীবন
আমি দেখে এসেছি!
দুধকলার প্রাচুর্য চারদেয়ালের সোনামোড়া অলংকৃত জীবনে
একটু বুনোজোছনার জন্য হাহাকার অনেক দেখেছি আমি।
সমাজ সংস্কার আর ধর্মের দোহাই দিয়ে ভালোবাসাকে
অন্যকোন শব্দের মাঝে আবদ্ধ করো না!
ভালোবাসা শুধুই ভালোবাসা।
ভালোবাসা ছেড়ে দিলেও ফিরে আসে
অনেকটা পথ উড়ে গিয়েও ফিরে এসে মরা ডালে বসে।
ভালোবাসা ভোগ আর দখলের বাইরে চিরদিন!
ভালোবাসা এমনকিছু হাজার দূরত্বের মাঝেও
নিবিড় ছুঁয়ে থাকার প্রশান্তিরমতো।
ভালোবাসা এমন কিছু যাকিছু কেবল সুন্দর!
যা কিছু অমলিন যা কিছু চির নতুন
যার মাঝে বুঁদ হয়ে থেকে একটা মানবজীবন
অনায়াসে কাটিয়ে দেয়া যায় বেহিসেবে।
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 03/02/2019
সর্বমোট 3049 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন