ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ব্লগে লিখবেন যেভাবে !! ও ব্লগ পরিচালকের কিছু কথা

প্রচুর ব্লগারের প্রশ্ন জমা হয়েছে আমার ইনবক্সে। একসাথে করলে প্রশ্ন গুলো নিম্নরূপ: 

১। কিভাবে ব্লগে লিখবো?
২। কবিতার লাইন একসাথে হয়ে যাচ্ছে, কি করবো?
৩। পোষ্ট দেরীতে ছাড় হচ্ছে কেনো?
৪। আগে পোষ্ট দিলাম! পরের পোষ্ট আগে চলে আসলো কিভাবে?

কিভাবে লিখবেন তার উত্তরে বলছি, ব্লগে লগইন করবার পর নীচের ছবির মতো প্রকৃয়া গুলো অনুসরন করে আপনি লেখা শুরু করতে পারেন। 

প্রথমে ব্লগার অংশে যাবেন - 


এরপর নতুন পোষ্ট অংশে ক্লিক করবেন -


এর পর নীচের মতো করে লিখা শুরু করবেন -


এবার লেখা শেষ করে নীচের লেখার পাশের টিক বাক্সে টিক দিবেন ক্লিক করে - 
আমি ব্লগের 
নীতিমালা পড়েছি এবং এর সাথে একমত, এই লিখার সম্পূর্ণ দায় আমার, ব্লগ কর্তিপক্ষ কোনভাবেই এর দায় বহন করবে না
তারপর - সেভ  ও সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার পোষ্ট রিভিউ এর জন্য চলে যাবে পরিচালক বরাবর। 

আপনি যদি পোষ্ট সাবমিট না করতে চান ও পরবর্তিতে আরও লিখতে চান তবে শুধু সেভ বাটনে ক্লিক করবেন। 


আপনার পোষ্ট করা কবিতা একসাথে জুরে গেলে আপনি দুটো কাজ করতে পারেন। 

১। ব্লগার অংশ থেকে আমার পোষ্ট অপশনে যেয়ে কুইক এডিট অপশনে যেয়ে এডিট করে পুনরায় সাবমিট করতে পারেন। 

২। আপনার লেখা একটি টেক্সট ফাইলে পেষ্ট করে তা আবার ওখান থেকে কপি করে ব্লগে পোষ্ট করতে পারেন। 

এবার আসি পোষ্ট দেরীতে ছাড় করা ও আগে পরের বিষয়টিতে। কমিউনিটি ব্লগের জনপ্রিয়তা শাহবাগ আন্দোলনের পর থেকেই ধীরে ধীরে কমতে শুরু করেছে কোন এক কারণে। এখন এটা প্রায় তলানিতেই বলা যায়। কারণটা এখানে আলোচ্য নয় বিধায় আলোচনা হতে দুরে রাখলাম। এখানে যতটুকু দেরী হয় তার আসল ও একমাত্র কারণ সময় স্বল্পতা। সবাই চায় পোষ্ট দেবার সাথে সাথে পোষ্টের প্রকাশ। তবে সংগত কারণে পোষ্ট সরাসরি আমরা প্রকাশ করি না। এর প্রধাণতম কারণ হলো নিতীমালা লংঘন করা পোষ্ট সাবমিশন ও বাজে লেখা চলে আসা। অনেকেই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমের দুই এক লাইনের লেখা পোষ্ট করে, যা এখানে কাম্য না। আবার অনেকে একসাথে একাধিক লেখাও সাবমিট করেন, যা দৃষ্টি কটু ও ব্লগীও ভাষায় ফ্লাডিং, এটা অন্য ব্লগারের উপর অত্যাচার ও অভব্যতা। 

প্রায় শুরু থেকে আমাদের সাথে আছেন ও এই ব্লগের শুরু থেকেই যারা লিখছেন এবং ধারাবাহিক ভাবে ব্লগের নিতীমালার প্রতি শ্রদ্ধাশীল তাদের ক্ষেত্রে আমরা  সরাসরি পোষ্ট দেবার ক্ষমতা তাদের আমরা দিয়েছি। অনেকেই লিখেন অনেকদিন ধরে এখানে কিন্তু দেখবেন কোন কমেন্ট ও যোগাযোগ রক্ষা করেন না কোন ভাবেই কোন ব্লগারের পোষ্টে! যা কাম্য নয়। তাদের আমরা রিভিউ এর আওতায় রেখেছি। সরাসরি পোষ্ট করবার ক্ষমতা ও রিভিউ এর জন্য তফাৎ হচ্ছে এই যা। তবে আপনি আপনার অবস্থান বাড়াতে পারবেন আপনার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে যা আমরা কামনা করি। তবে এটা ভাববার কারণ নেই, এখানে কেউ বিশেষ কিছু, সবার পরিচয়ই ব্লগার, শুধু মাত্র কিছু অনাকাঙ্খিত জটিলতা এড়াতেই আমাদের এই ব্যবস্থা। 

নতুন লেখকদের মিলনমেলা হোক মুক্তচিন্তা ব্লগ, আপনারা আরও সক্রিয় হবেন ও সাথে থাকবেন এমনটাই আমরা চাই। প্রয়োজনে ইনবক্স সবার জন্য খোলা। আপনার পরিচিত যারা লেখতে আগ্রহী তাদের এখানে আমন্ত্রণ জানান, সকলকেই স্বাগতম। জমে উঠুক আবার বাংলা ব্লগ, আমাদের কীবোর্ডের লড়াই সকল অসুর শক্তির বিরুদ্ধে। 

 

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ মুক্তচিন্তা ব্লগ পরিচালক তারিখঃ 01/02/2019
সর্বমোট 10915 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন