ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

কষ্ট কেউ বোঝে না

সুখসাগরে ভেসে দেখ একবার
দেখবে চারিপাশে কত দুধের মাছি!
আবার তুমি ডুব দাও দুঃখসাগরে
দেখবে তখন উধাও মুখোশধারী!
আমাদের চারিপাশে আজ কত
মুখোশধারী আর কত গিরগিটি!
এদের তুমি চিনতে ভুল কোরো না।

সুখের লোভে সবাই ভিড়ে কাছে
দুঃখের দিনে কাউকে পাবে না 
একটুও কাছে শতবার ডেকে!
আসলে যে মুখোশধারীদের
এই ছোট্ট পৃথিবীতে কোথাও নাই
একটু ভালোবাসাময় সুখের ছোঁওয়া।

সুখের ভাগ নিতে ছুটে আসে সবাই
আর তাদের মুখে কথার ফুলঝুরি!
তোষামোদী দেখলে ভয় পেয়ে যাবে,
আলগা দরদে ভাববে, বুঝি কত আপনজন!
হঠাৎ তোমার দুঃখ শুরু হলে এদের আর
কোথাও খুঁজে পাবে না তুমি।
সব সটকে পড়বে সাইক্লোনের মতো,
আসলে কেউ কষ্ট বোঝে না।


অপর্ণা সেন
ঢাকা।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ অপর্ণা সেন তারিখঃ 01/02/2019
সর্বমোট 3728 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন