ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

গহনা কিনতে গিয়েছিলাম


















গহনা কিনতে গিয়েছিলাম
সাইয়িদ রফিকুল হক
 
পথে-পথে হাঁটি মিটে নাকো তাও
জীবনের সমস্যাগুলো,
আঁধারের মতো আরও বেশি করে
জড়ায়ে ধরছে তারা।
 
গহনা কিনতে হাঁটতে-হাঁটতে
দোকানে গিয়েছিলাম,
তাহাকে বিবাহ করবো বলে
দোকানে-দোকানে গহনা দেখি,
দাম শুনে তার
মাথা ঘুরে যায় একনিমিষে!
দাঁড়িয়ে ছিলাম, পড়ে যায়নি,
মাথা ঘুরছিল, কেউ ছিল না ধরার!
সব দোকানের বিক্রেতা সব
শুধু বারবার বলেছে হেসে:
এই সবকিছু আপনাদের সাধ্যের মধ্যে!
সব দেখেশুনে বললাম তাকে
ভাই আছে নাকি গরিবের গয়না?
সব শুনেটুনে জোর করে হেসে
দোকানি কয়: গরিবের গয়না হয় না!
 
মনখারাপের আর কী থাকে বাকী?
দোকানে দাঁড়াতে লজ্জাও লাগে
বাইরে রৌদ্র বেরিয়ে আসি তবুও ছিটকে!
বৈবাহিক কাজ বন্ধ করে দিয়ে
দৈনিক এখন শুধু বই পড়ি
গরিবের ওই পাবলিক লাইব্রেরিতে গিয়ে।
 
 
সাইয়িদ রফিকুল হক
০৮/১১/২০১৮
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 16/01/2019
সর্বমোট 1783 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন