ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

জীবনে রোদ চাই


















জীবনে রোদ চাই
সাইয়িদ রফিকুল হক

 
জীবনের রোদ্দুর
ঢাকা পড়ে গেছে অচেনা মেঘে,
আবার কবে সূর্য উঠবে এই অভাগার জীবনে?
মেঘের বেড়া যেন জীবনজুড়ে!
হাসিটুকু কেড়ে নিয়েছে ঘনকালো মেঘ,
মাথার উপরে দুলছে শুধু অবিশ্বাসের ছায়া।
 
জীবনের আলো
নিভে যাচ্ছে কুটিল মেঘের সর্বগ্রাসী চেহারায়,
যে রোদটুকু জমেছিল বড় ভালোবাসায়
তাও আজ কেড়ে নিচ্ছে অচেনা মেঘের দল!
ভালোবাসার ঝোলাটা দেখি শূন্য পড়ে আছে,
সেখানে এখন গাঢ় অন্ধকারের ভয়ংকর উলঙ্গ নৃত্য।
 
জীবনের রোদ্দুর
আবার কবে উঠবে এই বাধার পাহাড় পেরিয়ে?
আবার কবে দেখবো আলো ঝলমলে সেই সকাল?
আবার কবে দেখবো শিউলিঝরা সোনালি প্রভাত?
আবার কবে বয়ে আনবে নতুন সূর্য জীবনের রোদ্দুর?
একটু বাঁচার জন্য এই জীবনে আজ শুধু রোদ চাই।
 
 
সাইয়িদ রফিকুল হক
২৯/১১/২০১৮
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 11/01/2019
সর্বমোট 4746 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন