ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ভুল কোরো না কেউ


















ভুল কোরো না কেউ
সাইয়িদ রফিকুল হক

 
ভুল করেছো জীবনভরে, করবে কত ভুল?
তোমার ভুলটা ঝরে গিয়ে ফুটবে কবে ফুল?
ভুলের রাজ্যে বসবাসে বাড়বে তোমার মান?
তবুও কেন ভুল করিছো তুমি রহিম খান?
 
ভুল কোরো না ভুলের রাজা, ভুলটা ফেল ঝেড়ে,
কঠিন ভুলে জীবনটা যে নিবে তোমার কেড়ে!
অনেকজনই ভুল করিয়া কাঁদে পথের ধারে,
ভুলটা এমন মহাপাপ যে কাউকে কি আর ছাড়ে?
 
ভুল কোরো না ভুলের রাজা, সোজাপথে আসো,
ভুলে ডুবে অন্ধকারে তুমি কেন চুপটি করে হাসো?
ভুল করিয়া বড়াই করে করছো নিজের ক্ষতি,
অহংকারে ডুববে তোমার মনের রূঢ় গতি।
 
ভুল কোরো না ভুলের রাজা, জীবন বড় ছোট,
আত্মবোধন মনে জাগায় তুমি জেগে ওঠো।
হিসাব করে কদম ফেলে ছুটবে সবার আগে,
দেখবে তুমি, জীবন তোমার উঠবে ভরে রাগে।
 
ভুল করেছো খেলার ছলে, ভুল কোরো না কেউ,
ভুলকুকুরে জীবনভরে করবে শুধু ঘেউ-ঘেউ!
মনের ভিতর আবর্জনা আছে যত পুঞ্জীভূত,
সকলকিছু ঝেড়ে ফেলে আত্মশুদ্ধি কর সঞ্চিত।
 
 
সাইয়িদ রফিকুল হক
০৩/১২/২০১৮
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 04/01/2019
সর্বমোট 4984 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন