ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

কীসের এত ভাবনা?


















কীসের এত ভাবনা?
সাইয়িদ রফিকুল হক

 
কীসের এত ভাবনা তোমার যাবে কতদূরে?
হঠাৎ করে ঝড় উঠেছে মনের অন্তঃপুরে!
জীবনটাকে শান্ত কর, ধর বিবেক-রশি,
দেখবে তুমি তোমার মনে হাসে কেমন শশী!
 
ছুটছো তুমি দিগ্বিদিকে পাগলা-ঘোড়ার মতো,
সারাদিনে লাভের হিসাব কষলে দেখি কত!
বুকের ভিতর শিল্পকলা করে না যে খেলা,
তোমার বুকে বারেবারে বসে লাভের মেলা!
 
মানুষ তোমার জীবনটাতো পদ্মপাতার পানি,
এই আছে তো এই যে নাই রে, শোনো মহাবাণী!
তবুও কেন কাটছো তুমি কোন সে ঘোড়ার ঘাস!
একটু পরেই বন্ধ হবে হয়তো তোমার দীর্ঘঃশ্বাস।
 
সত্যপথে জীবনগড়ার মানুষ বড় অভাব,
অসৎপথে চলা জেনো অমানুষের স্বভাব।
পাগলা-ঘোড়ার লাগামটাকে ধর এবার টেনে,
জীবনটাকে গড়তে হবে চিরায়ত নিয়ম মেনে।
 
মানুষ তোমার ভাবনা কীসের? পড় গ্রন্থরাজি,
তবুও তুমি হয়ো নাকো ভণ্ড কোনো হাজি।
জীবনটাতে আসবে তোমার লোভের কত সুযোগ,
মানুষ হলে এসব তুমি করবে নাকো ভোগ।
 
উল্টাপথের ভাবনা রেখে হাঁটো সরল পথে,
অটল বিশ্বাস রাখো তুমি সুধীজনের মতে।
মানুষ তোমার ছোট্ট জীবন গড় সোনার রঙে,
আর থেকো না লোকদেখানো ভণ্ডসাধুর ঢঙে।
 
 
সাইয়িদ রফিকুল হক
১৭/১১/২০১৮
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 08/12/2018
সর্বমোট 3194 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন