ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ভোটের মিলনমেলা


















ভোটের মিলনমেলা
সাইয়িদ রফিকুল হক

 
তোমার মাথা নষ্ট হলো আবার ভোটের সময়,
আমজনতার মার্কা দেখে তোমার মনে ভয়!
নির্বাচনে আসতে তোমার দিচ্ছে কেহ বাধা?
ভোটের আগে তোমায় কেন লাগে এতো সাধা?
 
ভোটের খেলা রাজনীতি যে ভোটটা কর আগে,
ভোট-বাতিলের চিন্তা ফেলে দাঁড়াও অনুরাগে।
দেশের ছেলে তুমি নাকি দেশের কথা ভাবো,
নাকি তোমার মনের ভিতর করছে খাবো-খাবো!
 
মনে তোমার ফন্দি আছে তাইতে এতো বাধা,
জলটা ঘোলা করে শেষে খায় যে পানি গাধা!
তোমার মনে আছে নাকি এমনকিছু প্যাঁচ?
তোমরা আবার সুশীলসমাজ পাকিস্তানের ব্যাচ!
 
রাজনীতিতে সবল হয়ে দাঁড়াও ভোটের মাঠে,
খেলা ফেলে কেন তুমি ঘুরছো পরের হাটে!
আবোলতাবোল কথা বলে করছো নিজের ক্ষতি,
ভোটের আগে ঠিক করগে তোমার মতিগতি।
 
দেশজনতার সমর্থনে হতে পারো বিরাটবড় কিছু,
নির্বাচনে বাধা দিয়ে হবে কেন ভণ্ডতম শিশু!
রাজনীতিটা করছো যখন খেলতে হবে খেলা,
বীর-বাঙালি গড়ে তোলো ভোটের মিলনমেলা।
 
 
সাইয়িদ রফিকুল হক
১০/১১/২০১৮
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 02/12/2018
সর্বমোট 3335 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন