ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ওঠরে তরুণ


















ওঠরে তরুণ
সাইয়িদ রফিকুল হক

 
বিপদটাতো কেটে গেছে আঁধার রাতের শেষে,
শকুনগুলো মরছে এখন কলজে ফেটে দেশে।
পরের ভালো দেখলে এরা লাফায় ব্যাঙের মতো,
নিজের পাপে অভিশাপে হবে সবাই নত।
 
খুনীর দলে নীতিকথা বললে কেহ মানে?
ওদের স্বভাব মানুষজনে ভালোমতোই জানে।
তবুও এরা লাফায় বেশি দেখায় কত পেশী!
একেকটাকে দেখলে তুমি ভাববে এলোকেশী!
 
পরের ক্ষতি করতে এরা নামবে নিজে কূপে,
গোড়া কেটে গাছের আগায় ঢালবে পানি চুপে!
এদের মতো ধান্দাবাজে ভেল্কি দেখায় কত,
দেশের মানুষ এদের চাপে হবে নাকি নত?
 
আঁধার রাতের বিপদ যেন আসে নাকো আর,
অলসঘুমের জোয়ার ভেঙে জেগে ওঠো আবার।
মুখচেনা সব বাঁদরগুলো ভেংচি কাটে নেশায়,
ওঠরে তরুণ, রুখে দাঁড়া, জাতির সর্বনাশায়।
 
 
সাইয়িদ রফিকুল হক
০৫/১১/২০১৮
 
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 15/11/2018
সর্বমোট 2438 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন