ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

প্রেরণা

দেখেছিনু সে হাসি সেদিন,

চোখের হাসি, বাঁকা ঠোটে নয়, মনে জাগে ভয়।

সে হাসিতে বেজে ছিল বাঁশি কতো মনে

ক্ষনে ক্ষনে আনমনে।

ফিরে পেলো কতো প্রাণের অজানা গন্তব্য,

ফিরে পেলো পথ নতুন করে, সে হাসি ধরে।

আশাহত হৃদয়ের আশা জাগানিয়া

পটল চেরা চোখের স্নিগ্ধ হাসিতে বিদগ্ধ।

অন্তরে খুঁজে পেলো আশা

দূর করি নিরাশা।

অজানা অচেনা তুমি অজানায় থেকে

দিশা দিলে আলোয় ফিরে যাবার,

মুগ্ধতায় প্রাণ ফিরে পাবার অমোঘ প্রেরণা।

জীবন জোয়ারের উদ্দীপনা

নও তুমি বনলতা

তবু নৈপুণ্যে কুশলতা। পূর্ণ হয়েছে জীবন

পথ চলার পূর্ণ প্রেরণা,

রেখে যাই মম শ্রদ্ধা কৃতজ্ঞতা।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ Reza তারিখঃ 08/11/2018
সর্বমোট 3244 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন