ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

তোমার অনেক অপরাধ


















তোমার অনেক অপরাধ
সাইয়িদ রফিকুল হক

 
তোমার অনেক অপরাধে
পাপ যে দেখি বেশি,
তারউপরে সময়-সময়
ফুলাও আবার পেশী!
 
দীন-দুনিয়ার কিছুই তুমি
মানছো নাতো মনে,
তোমার দেখা মিলছে সদাই
ষড়যন্ত্রের বনে।
 
ষড়যন্ত্রের গহীন বনে
ঘুরছো তুমি সুখে,
ভালো কথা শুনি নাইতো
তোমার নষ্ট-মুখে।
 
বাপের নামে চলছো অনেক
এখন দেখো পথ,
তোমার খোঁজে আসবে বুঝি
পাকিস্তানের রথ!
 
‘মুই কি হনু’ ভাবটা তোমার
খুবই অহংকারী,
তাইতে দেখি সবখানেতে
ভীষণ পায়াভারী!
 
বয়স তোমার অনেক হলো
ছাড়লে নাতো ভুল,
এবার বুঝি সব হারিয়ে
ভাঙবে তোমার কূল!
 
পা-দুখানা রাখছো তুমি
সুনীল আকাশপানে,
দেশের বুকে ঘুরছো তুমি
পাকিস্তানের টানে!
 
দিনদুপুরে চুরিদারি
করছো অনেক বেশি,
লাভ হবে না আর ফুলায়ে
তোমার নগ্ন-পেশী।
 
 
সাইয়িদ রফিকুল হক
২৮/১০/২০১৮
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 07/11/2018
সর্বমোট 1962 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন