ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

দম ফুরালে


















দম ফুরালে
সাইয়িদ রফিকুল হক

 
দম ফুরালে দম পাবি না
দম যে বড় দামি,
দম ফুরানোর আগেই তোমায়
হতে হবে নামি।
মরার আগে মরবি নারে
কর না রসদ জোগার,
নইলে যে তুই হয়ে যাবি
পরকালের জোকার!
দম ফুরালে দম পাবি না
যতই কাঁদিস জোরে,
হায়াত-মওত বন্ধ হয় না
লোকজনের ওই শোরে।
একটুখানি দম রে বাবা
কখন যাবে উড়ে,
দম ফুরালে দম পাবি না
সারাজগত ঘুরে।
 
 
সাইয়িদ রফিকুল হক
১৮/১০/২০১৮
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 19/10/2018
সর্বমোট 1684 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন