ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

দূরে সরে গিয়ে...

ভালোবেসে দেখেছি,
ভালোবাসা আমাকে সহজলভ্য বলে
অবহেলায় ছুঁয়ে থুয়ে আমুন্ডুপদনখ
কাঁদিয়েছে অবিরাম বরষণে!
অপেক্ষা করে দেখেছি,
অপেক্ষা আমাকে পথের মতো,
টেনে টেনে প্রসারিত করে;
আমার বুকে তার পায়ে চলার পথটি বানিয়ে,
আমাকে পথের পাশে রেখে গিয়েছে সযতনে!
বরফের বুকে উষ্ণতা দিয়ে দেখেছি,
বরফ আমাকে প্রাহৈতিহাসিক পাথর ভেবে
আঘাতে আঘাতে ভেঙে,
রাতদিন তার একচ্ছত্র সুখের
ইমারত গড়তে চেয়েছে
আমার নিশূন্য বুকের রক্তাক্ত জমিনে!
তারপরঃ
আমি সবকিছু থেকে দূরে সরে গিয়ে
অবশেষে দেখেছি,
আমাকে দূর আকাশের অধরা মোহিনী চাঁদ ভেবে
সমস্ত রাত আমার একচিলতে জোছনার খোঁজে,
নিথর রাতের অবর আকাশের তপস্যা করে করে,
সংসার বিবাগী হয়ে গেছে নিমগ্ন গৃহীমানুষ।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 05/10/2018
সর্বমোট 3523 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন