ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

প্রিয় দেবদূত...

প্রভাতে আপনি যখন ডাকলেন
আমি শেষ রাত্রির স্বপ্ন ভেবে,
পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়লাম।
অপরাহ্ণে আপনি যখন ডাকলেন
ভাবলাম ভাত ঘুমের স্বপ্ন ঘোর।
সন্ধ্যায় আপনি যখন ডাকলেন
তখনও কিছুটা দ্বিধায় ছিলাম।
ভালো করে কান পেতে শুনলাম সেই দৈবকন্ঠস্বর ,
বুঝে নিলাম আপনিই ডাকছেন।
দিবস আর রাত্রির সন্ধিক্ষণে
আপনাকে সত্যি ভেবে আমি চৌকাঠের বাহিরে পা রাখলাম!
আপনি আপনার প্রকাণ্ড দুই বাহু প্রসারিত করলেন
আমি রান্না ঘর, শোবার ঘর, চেনা পথ সব ভুলে
সমস্ত রাত আপনার পিছুপিছু দৌড়ালাম;
আমার নিজস্ব আকাশ ফেলে আপনার আকাশে
এক নতুন সূর্যোদয় হলো!
আপনার প্রসারিত বাহুতে আমি স্পর্শ করতে উদ্যত হলাম
সময়ের দোহাই দিয়ে,
আপনি রাজকীয় ডানা মেলে আকাশে উড়ে গেলেন
প্রিয় দেবদূত!
ক্লান্ত শ্রান্ত হতভম্ব আমি
তখন এক ব্রোথেলের সামনে দাঁড়িয়ে,
বাড়ি ফেরার রাস্তা ভুলে গেলাম!

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 24/08/2018
সর্বমোট 1263 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন