ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ঋতুকরী

ঋতুকরী, মধু ভরিয়া যায় শাণিত ঠোঁটে,

সোনা রোদ উঁকি দিয়া পশিল হৃদয় তটে;

ভ্রমর আসিয়া করিল বর্ণন সবিস্তার,

যে রূপে খুব ঋণ হইয়াছে ঠোঁট রাধার।



চাহিয়া কানাই শুধায় রাধারে, বলো সখী

অভিমান কিসে? জলভরা চোখ যেন এই

উপচে পড়ে। সুধালে ফের হাপুস সে আঁখি,

চিবুক ভেজায় যেন দূরে বয়ে যায় খেই।



ঋতুকরী, বসন্ত রাখিয়া যায় কুঞ্জবনে।

কথোপকথন চুপ রয় ঋতুর গহনে।




ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ ইরাবান তারিখঃ 23/08/2018
সর্বমোট 816 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন