ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

চট্টগ্রামের ঘটনায় চিকিৎসা পেশাজীবীদের উপরে ক্ষোভ কী য্যেক্তিক?


একটা শিশুর অকাল মৃত্যুকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনায়  চট্টগ্রামে ক্লিনিক মালিকরা ধর্মঘট করছে। এই ধর্মঘটের সাথে  ডাক্তারি পেশার সম্পর্ক কী! ডাক্তাররাও তো ক্লিনিক মালিকদের দ্বারা নিগৃহীত। ক্ষোভ থাকলে সেটা ক্লিনিক মালিকদের উপরে ঝাড়ুন, এ দায় তাদের। তারা ব্যবসায়ী। কোনো ক্লিনিকের মালিক যদি ডাক্তার হয় বা তার শেয়ার থাকে তবে সেও সেইক্ষেত্রে ব্যবসায়ী।

আপনি কী ভালো? নিজের বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন। পচা দুর্গন্ধময় লাশের উপরে আতর ছিটিয়ে লাভ হয় না। এই নষ্ট সমাজের নষ্টবৃত্তে কোন পেশা ফেরেশতা হলেও জনসন্তুষ্টি আনতে পারবে না কারণ এই সমাজের মানুষগুলোই অসৎ, সিস্টেমও অসৎ।

আবুল সাংবাদিকদের ছাপার অক্ষরে লেখা ভুল তথ্যের উপরে ভর করে মানুষ ক্ষিপ্ত হয়। সাংবাদিককে দায়বদ্ধ করা হয় না।

অসৎ মানুষগুলো তার অসততা ঢাকা দেবার জন্য এখানে তাগদ দেখায় এবং কঠোর সমালোচনা করে মানব দরদী সাজে।

নিজের কর্মজীবনে প্রতিনিয়ত ভুলকরা মানুষটিও এখানে শুদ্ধতা খোঁজে। নিজের পেশা না বোঝা লোকটিও এই পেশার ষোলোআনা বোঝে। হীন মানুষ, হীন সমাজের হীনতা ঢাকার প্রচেষ্টা।

সিস্টেম ডেভেলপমেন্ট করে সবাইকে দায়বদ্ধ করা ছাড়া মুক্তি নাই।

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ যুক্তিযুক্ত তারিখঃ 10/07/2018
সর্বমোট 4165 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন