ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

প্রত্যয়নপত্র

প্রচলিত "চারিত্রিক সনদ" প্রক্রিয়া তুলে দেওয়া উচিত। বড়জোর এটা হতে পারে "সনাক্তকরণ সনদ" বা "প্রত্যয়ন"।

ন্যাশনাল আইডি যাদের আছে তাদের জন্য শুধুমাত্র নাম্বারটাই যথেষ্ট; আর কিছুরই দরকার থাকার কথা নয়। শিক্ষাগত সনদ, পাসপোর্ট, লাইসেন্স, জন্মসনদ ইত্যাদির যে কোন একটি যাদের আছে তাদের ক্ষেত্রে কেন আবার বাড়তি সনদের দরকার?

কার চারিত্রিক সনদ কে দেবে? দরকারই বা কি! এই প্রক্রিয়ার শুরু থেকে এ পর্যন্ত একটা সার্টিফিকেট আছে যেখানে কারও চরিত্রকে খারাপ বলা হয়েছে? এটা শুধুই ফর্মালিটি।

চারিত্রিক সনদই বলি আর সনাক্তকরণ সনদই বলি এটা দেবার জন্য সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। যারা দেবে তাদেরকে দায়বদ্ধ করা উচিত। একজন মানুষ তার সনদের জন্য এর ওর কাছে ঘুরে বেড়াবে আর তারা ফিরিয়ে দেবে যেন এটা তাদের মেজাজ-মর্জির ব্যাপার! সেটা কেন হবে? কেন একজন মানুষ এভাবে ঘুরে বেড়াবে! দেশের নাগরিক হিসেবে এ সনদ পাওয়া একজন মানুষের অধিকার।

সত্যায়িত বা প্রত্যয়নের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যারা প্রত্যয়ন করবে তাদেরকে দায়বদ্ধ করা উচিত। মূল সনদপত্র সাথে থাকলে ব্যক্তিকে চেনার তো কোনও দরকার নাই। দায়িত্ব হিসেবেই এটা করবে।

যুগের সাথে তাল মিলিয়ে এগোতে হবে।

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ যুক্তিযুক্ত তারিখঃ 10/07/2018
সর্বমোট 601 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন