ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

শব্দেরা যেখানে শ্রাব্যতার সীমা ছাড়ায়...

এইখানে এসে
শব্দ তার শ্রাব্যতার সীমা ছাড়ায়!
অশ্রু হারায় নিজস্ব নোনতা স্বাদ!
এইখানে এই চোখের ভেতর বয়ে চলা সাগরটি ঘুমায় না;
দুঃখঢেউয়েরা জেগে থাকে অবিরাম
আদিম উন্মত্ততা বুকে নিয়ে!
এইখানে এসে সময় থেমে যায়!
বয়সী বটবৃক্ষ ঘুমিয়ে পড়ে,
কচিপাতারা শুধু জেগে থাকে আকাশে মুখ করে!
এইখানে এসে
মানুষ কাঁদে অবিকল প্রকৃতির মতো।
আর এই নিস্তব্ধ নীরব বালিয়াড়িতে
অপেক্ষার বিশ্বস্ত কুকুর
জাগ্রত পাহারায় দাঁড়িয়ে থাকে!
থরে থরে সাজানো রক্তপ্রবাল
প্রভূ নেই!

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 19/05/2018
সর্বমোট 2801 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন