ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

কাঁকর...

আমার সমস্ত না থাকা জুড়ে
হাহাকার করে যে লুপ্ত ছায়াটি;
আমি তাকে,
আমার সমস্ত মায়াটি দিয়ে আগলে রাখি।
তার মাঝে এখন কিছুই নেই,
অপহৃত বসন্তের এই পড়ন্ত বেলায়
আমি তার হাড় কংকাল গুলিই,
প্রতীক্ষার ফুলদানীতে রাখি!
যদিও জলের অপ্রতুলতা
তবুও সামান্য জীবনী শক্তি দিয়ে,
সমস্ত সঞ্জীবনী সুধা
রোজরাতে আমি তার পায়েই ঢালি।
কংকালে অনুভূতি আসে না,
আমার সমস্ত ঘরটি জুড়ে,
প্রচণ্ড শীতের হাওয়া দাপিয়ে বেড়ায়।
আমি পাতাঝরা কান্নাকে উপেক্ষা করে
সমস্ত রাত ভালোবাসা থেকে
অবিশ্বাসের কাঁকর বাছি।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 05/05/2018
সর্বমোট 7779 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন