ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

পথিক ভাগ্য...

একটা মৃতনদীর রেখা ধরে
একটা মৃতসাগরের শুষ্ক বালিয়াড়িতে পৌঁছে গেলো
এক ডানা ভাঙা গাঙচিল!
সমস্ত রাত ডানা ঝাপটালো
মৃত সাগর জাগলো না,
ধু ধু বালিয়াড়ির বুকের ক্ষত থেকে
কিছু রক্ত বেরোলো!
পাখি তার বুক থেকে শেষ রক্তকণাটুকু ঢেলে দিয়ে
অবশিষ্ট পালকগুলি ভাসিয়ে দিলো সেই রক্তে;
রাতের রক্ত ভোরে জল হলো!
জল তার গতিপথ খুঁজে নিলো!
পাখি পালকের মায়া হারালো!
অচেনাপথিক পেলো বিশুদ্ধ জলাধার।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 28/04/2018
সর্বমোট 965 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন