ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

নীরব পঞ্চবতী...

বুকের ভেতরের নদীটি যখন ডাকে
আমি আঁৎকে উঠি,
অদ্ভুত চেনা স্বরে সে ডাকে!
হাজার মানুষের নামের ভিড়ে হারিয়ে গিয়েছে যে নামটি
তাকে নদীটি কী করে মনে রেখেছে
তা আমি ভাবি,
ভেবে ভেবে আকুল হই!
মনে পড়ে আমাদের শীর্ণকায় যৌথ নদীটির কথা
একদিন আমার হাতের স্পর্শ থেকে,
সবেগে ধাবমান হয়েছিলো সে!
পাঁচটি আঙুলের নখস্পর্শে জন্মেছিলো পাঁচটি ধারা,
তুমি তার নাম রেখেছিলে পঞ্চবতী!
তুমি ডাকলেই পঞ্চবতী কলকল শব্দে জেগে উঠতো!
তুমি পঞ্চবতীকে প্রেমিকা ভাবা শুরু করলে
তার দিকেই অপলক তাকিয়ে থাকতে!
আমি হিংসেকাতর হয়ে চিৎকার করলে
তুমি বলতে,
নদী আর নারীতে পার্থক্য নেই।
নদীর বয়ে চলাতেও আমিতো তোমাকেই দেখি!
তখন বুঝিনি কষ্ট পেয়েছি কেবল!
এখন বুঝি,
নারী কিভাবে সময়ের আবর্জনা বুকে ধারণ করে
নীবরে নদী হয়ে উঠে।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 23/04/2018
সর্বমোট 954 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন