ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

সাধ থেকে যাবে...

আজন্ম একটা সাধ থেকেই যাবে আমার
সাধ থেকে যাবে,
ঘুমচোখে তোমায় ছুঁয়ে ভোরের সূর্য দেখার!
দুজনার বুকচিরে সবার অলক্ষ্যে,
যে নদীটি বয়ে গেছে সুরমা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত
তার উপর দাঁড়িয়ে থাকা জীবনের শেষ সেতুটি,
একবার জোড়াপায়ে হেঁটে পেরোবার
আজন্ম সাধ থেকেই যাবে আমার!
যে পায়রাটা ঝড় আকাশে
উড়িয়ে দিয়েছিলাম শান্তির প্রতিক হিসেবে
দুজনের মিলনতীথির শেষ সাক্ষী হিসেবে;
তার পালকের মায়ায় নিরুদ্দেশ হেঁটে হেঁটে
অচেনা গারোপাহাড়ে আরো একটি আদিমদিন,
আবার কাটাবার সাধ থেকেই যাবে আমার!
অনন্ত কাল নয় মুহূর্তেবাঁচা এই আমি
বুকের বাঁপাশে এক চিরন্তন সত্য,
এক অপুর্ণ সাধ,
কবর দিয়ে প্রকৃতির নিয়মে,
একটি ফাগুনকে ডেকেছি বরফের দেশে,
শেষ পাওনার একটি মাতাল বসন্তদিন
পৃথিবীকে দেবো বলে!!

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 23/03/2018
সর্বমোট 4418 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন