ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

সাইয়িদ রফিকুল হকের অ্যাকাউন্ট আবার “লক” হয়েছে কিনা তা দেখার জন্য অনুরোধ

আমাদের বন্ধু সাইয়িদ রফিকুল হক, মুক্তচিন্তা-ব্লগের একজন নিয়মিত সদস্য। তিনি আকস্মিকভাবে গত   ১২/০২/২০১৮ তারিখ থেকে নিজের ব্লগে (নিজের অ্যাকাউন্টে) আর ঢুকতে পারছেন না। তার অ্যাকাউন্টটি আবার “লক” হয়েছে কিনা সম্মানিত ব্লগ-কর্তৃপক্ষকে তা বিশেষভাবে খতিয়ে দেখার জন্য সবিনয় অনুরোধ রইলো।
 
তিনি, তার সঠিক ইউজার নেম বা ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার বহু চেষ্টা করেছেন। কিন্তু কিছুতেই লগইন করতে পারছেন না। এখানে একটি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। 
 
তিনি নিয়মিত আমাদের ব্লগে লিখতে চান। কিন্তু হঠাৎ এইরকম একটা বিপদে পড়ে তিনি বিরাট হতাশায় ভুগছেন। 

বর্তমানে তিনি নিজের ব্লগে ঢুকতে না পারায় নতুন কোনো লেখাও পোস্ট করতে পারছেন না। এটি তার জন্য বেদনাদায়ক।
 
এই বিষয়টি জানিয়ে তিনি এপর্যন্ত মুক্তচিন্তা-ব্লগ পরিচালকের বরাবরে একাধিক ই-মেইল প্রেরণ করেছেন। কিন্তু এর জবাব না পেয়ে তিনি গতকাল (২৪/০২/২০১৮ তারিখ) ফোনে আমাকে এসব জানিয়েছেন।  


এখানে উল্লেখ্য যে, তার পাসওয়ার্ডে কোনো সমস্যা নাই। তিনি পাসওয়ার্ড  ডায়েরিতে লিখে রেখেছেন। কিন্তু বারবার কেন এমন হচ্ছে তা দেখার জন্য সম্মানিত ব্লগ-কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ রইলো।



 

অপর্ণা সেন
ঢাকা।
২৫/০২/২০১৮

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ অপর্ণা সেন তারিখঃ 25/02/2018
সর্বমোট 3239 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন