ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

সোনারোদের মায়া

পাখিটি ডাকলেই
শেষ রাতে ঘুম ভেঙে যায় আমার,
শিয়রে কুণ্ডলী পাকানো শীতের বাতাস
চোখ মেললেই চঞ্চল স্পর্শ করে!
আমি বুকের দুইপাশে দুইহাত বেঁধে রেখে
একপাশ ফিরে শুয়ে থাকি!
মাথার ভেতর অস্ফুট শব্দেরা গড়াগড়ি খায়
ভাবি আর সস্তা কবিতা লিখা নয়!
আজ ভোরেই রোদকে জানিয়ে দেবো,
আমি আবার জীবনে ফিরছি!
পাতারা ঘুমে,
আকাশ তাদের আচ্ছাদিত করে রাখে!
আমার মাথার উপর আকাশ নেই
এক খণ্ড কংক্রিটের ছাদ নিজেকে আকাশ দাবি করে আমাকে বিভ্রান্ত করে!
আমি আকাশকে ছোঁব বলে
ভোর থেকে রাত অবধি কংক্রিটের গায়ে হাতুডি চালাই
সোনারোদের মায়া ভুলে!

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 08/02/2018
সর্বমোট 1089 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন