ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

শামুকের কান্নায় বিচ্ছেদের আর্তনাদ

শামুকের কান্নায় বিচ্ছেদের আর্তনাদ
আল-মাসুদ হক মিঠুল

তুমি কি জানো? আমার মতো প্রতিটি মধ্যরাতেও-
ভীষণ ব্যথায় শামুকেরাও কাঁদে!
কষ্টের আগুনে পুড়ে ছাই হয় ওদেরও বুকের জমিন,
তারপর ভীষণ রকম লজ্জায়-
ঘোলা জল মিশ্রিত কাদার শরীরে মুখ লুকায়।
তবু তীব্র জলের স্রোতে হারিয়ে যায় সুখের তরী।
তার ডুকরে কাঁদার শব্দ যদি শুনতে পেতে,
দেখতে পেতে বুকের কতটা গভীরে কতটা ক্ষত নিয়ে
একেকটি দিন কাটায়।
শামুকের কান্নাতেও থাকে বিচ্ছেদের আর্তনাদ;
আমার মত তারও বিষণ্ণতায় কাটে প্রতিটি ধলপ্রহর।
কখনো ঘোলা জল আবার কখনো স্বচ্ছ জলের স্নানে-
তারও প্রেমিক হৃদয়ে ভর করে শূন্যতা আর হাহাকার!
তবু আমার মতো ওরাও ব্যথাকে ব্যথা বলে না,
কষ্টকে বলে না নীল গরল!
নিয়তির বেড়াজালে খেলা করে সময়ের চোরা স্রোত।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ আল- মাসুদ হক মিঠুল তারিখঃ 04/02/2018
সর্বমোট 965 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন