ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

সুন্দরী প্রতিযোগীতা কি ?

সুন্দরী প্রতিযোগীতা কি ? 

- নারী শরীর কে পণ্য (শোপিস) করবার আরেক নাম। 

যাদের অনেক টাকা তারা এটার আয়োজন করে একধরণের মজা নিতে। যেখানে নারীর শরীর প্রদর্শনই মুখ্য বিষয় সেখানে অনেকেই সেখানকার এক প্রতিযোগীর পক্ষ নিয়েছে দেখলাম। নারীর প্রতি তাদের এতো মায়া যে নারীকে পণ্য করবার এই আয়োজনের বিরুদ্ধে তাদের কোন বক্তব্যই নেই। অবশ্য আমার শরীর আমি দ্যাখাবো তুই দেখস কেন আর দ্যাখলেই বলস কেন এই হলো তাদের মতবাদ। 

ইসব আয়োজনের পিছনে বাণিজ্য আছে, বাণিজ্য মানেই লক্ষী। এই লক্ষ্য কে সামনে রেখে লক্ষীর পুজা করে যাচ্ছে ইনারা। নারী মুক্তির বাণিজ্য। একটু খেয়াল করলে দ্যাখবেন চেতনার বাণিজ্য করা লোক গুলো আর এরা একই লোক। কিছুটা হেরফের আছে সেটাও বাণিজ্যের স্বার্থে। 

প্রকৃত নারী মুক্তি আসে মুলত অর্থনৈতিক মুক্তি আর শিক্ষার অধিকার থেকে। সরকার নারী শিক্ষার জন্য অনেক কিছু করছে সেটার প্রচার আপনি এদের কাছে পাবেন না। নারীর প্রতি অবমাননার বিচার চাইবার নামে সরকারের পিন্ডি চটকানো ছাড়া আর কিছু দ্যাখবেন না। এই সরকার নাই তো নারীর প্রতি অবমাননা নাই এমন ভাব তাদের। আসল উদ্দেশ্য হলো নেগেটিভ প্রপাগান্ডার গ্রাউন্ড তৈরী করা - মনে পরে সেই বাসন্তি! সেইরকমই আরকি

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ দুরন্ত.. তারিখঃ 08/01/2018
সর্বমোট 1667 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন