ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

সময় সত্য...

সুখ
শীর্ষ সুখ
কিংবা সুখের সঠিক সংজ্ঞাটি কী আমি দেখিনি!
আমি দেখেছি হারানোর সমস্ত রঙ,
সবকিছু হারানোর পর শোকের গোরস্থান থেকে
জেগে উঠা আগুন আমি দেখেছি;
দেখেছি তার আকাশ ছোঁয়ার প্রাণান্ত ব্যকুলতা।
শোকের সৌন্দর্যের কাছে হার মানা সুখ
সেও দেখেছি ঢের,
বিভেদ আমি করতে জানি খুব সহজেই
সত্য আর মিথ্যের সুখ আর অসুখের;
তবুও নিজে দণ্ডদাতা না হয়ে
দায়িত্বটুকু ছেড়ে দেই সময়ের হাতে।
অপহৃত হয়েছে কিছু সোনালি সময়
কিন্তু সময় আমাকে আজ,
দাঁড় করিয়েছে এক অবিশ্বাস্য ক্ষণে
তার নিজ নিয়মেই!
আমি জানি মানুষ চিরকাল দুষে দুষ্ট
সময় যতোই নিষ্ঠুর দণ্ডদাতা হউক
জরা মৃত্যু সুখ দুখ ভাঙা গড়ায়
তার গায়ে কোন দাগ লাগে না।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 05/01/2018
সর্বমোট 2115 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন