ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

রাস্তার বাতিটার মতো



















রাস্তার বাতিটার মতো

সাইয়িদ রফিকুল হক

 
রাস্তার বাতিটা সেই কবে থেকে
হয়ে আছে মৃত মাছের চোখের মতো,
তার বুঝি স্বপ্ন দেখা শেষ,
তাই সে বারেবারে খাবি খাচ্ছে!
নীলজোছনার আলোয় যখন ভেসে যায়
আমাদের শহরের পথ-ঘাট,
তখনও বাতিটা জ্বলে ঠিক আগের মতো,
তাকে জ্বলতে হয়—আর এতো যে যন্ত্রণা
তবুও তার নিভে যাওয়ার কোনো সুযোগ নাই।
এখানে কোনোদিন সিটি-কর্পোরেশনের লোকজন
আসতে দেখি নাই, কেউ পরিচর্যা করে না তার।
অনেকেই এখন জীবনটাকে হররোজ চালিয়ে নিচ্ছে
শুধু জোর করে রাস্তার ওই বাতিটার মতো,
জীবন নিভতে গিয়েও এখানে নেভে না সহজে,
তাই মানুষের বেঁচে থাকার এতো জোগাড়-যত্ন!
আমাদের অনেকেরই জীবনটা আজকাল জ্বলছে শুধু
রাস্তার ওই বাতিটার মতো ধুঁকেধুঁকে-মৃতপ্রায় হয়ে,
তবুও দেখি মানুষের পৃথিবীতে এসব দেখার কেউ নাই!
 
 
 

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৪/১২/২০১৭

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক তারিখঃ 04/12/2017
সর্বমোট 1595 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন