ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ভোগ-দুর্ভোগ

ভোগের কোলে দিলে মাথা
দুর্ভোগ তো ছাড়বেনা
হাঁসের কী দায় ইতিহাসের
কালের দুর্ভাবনা !

মহাকাল মুচকি হাসে
দেখে মানবের চাওয়া
ভোগের পরে হয় শুরু
দুর্ভোগের হাওয়া ।

চাওয়া-পাওয়া হয়না শেষ
এক জীবনই ভুল
আরো কয়টা জীবন যোগে
ভাসবে ভোগের কূল !

রাজাধিরাজ মহারাণী
ভোগে হাতি সাজে
চাষার মেয়ে দুঃখী তবু
মাঠেই জীবন মাজে ।

খাঁচার ভিতর খাঁচা তৈরি
ভোগের হাতছানি
কানে বাঁজে ঠোঁটে বাঁজে
ত্যাগের-ই বাণী ।

অল্প ভোগে সুখি হয়
পাখির মতো ত্যাগী
স্বাধীনচেতায় উড়তে জানে
জ্ঞানী মহাজ্ঞানী ।
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ আরশী তারিখঃ 29/11/2017
সর্বমোট 1528 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন