ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

অসম সমীকরণ ---

দিতে পারো
মেঘ ভাঁজে লটকে থাকা অমূল্য হীরে ?
অন্তরাল ভালবাসা মেয়েটি ছুঁয়ে থাক
ইলশেগুঁড়ি রোদ বৃষ্টি, 
এখন অতিক্রান্ত বিকেল গুলোও
ভাবলেশহীন ঘড়ির কাঁটায় থমকে যায় যেন,
বসন্ত শেষে ফুলেরা ম্রিয়মাণ
শহরস্থ ঘুঘুদের আর্তনাদে ।
দেবে নাকি 
এক আকাশ নীল
বৃক্ষ
জল
মুমূর্ষ সময়ে এক পৃথিবী হৃদয় নেবে বলেই তো
সাঁজোয়া যানে ফের চেয়ে রয় মর্তভূমি ।
এনে দেবে 
যাপনের রুটিনে বেহিসেবী আবেগের মাতলামি,
ফুল পাখি লতা পাতা ছেড়ে অবয়বহীন মনটাকে 
ছুঁতে পারা এক জোড়া চোখের নজর ?
নাকি 
নদীর সহস্র রূপ, ঢেউ গুনে গুনে
পাললিক প্রেম হওয়া গাঙচিল এনে দেবে বলেই
হয়েছ পরিপাটি আর সেজেছ শুদ্ধ সমুদ্র ! 
অতঃপর
চাইতে গিয়ে বুঝলাম
দেয়া নেয়ার মাঝে বিস্তর ফারাক তোমার ।
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাকিয়া রিপা তারিখঃ 26/11/2017
সর্বমোট 8305 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন