ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

সহজ বানানরীতির পক্ষে


পণ্ডিতরা বাংলাভাষার লেখ্যরূপকে জটিল করে একটা বিখাউজ রূপের মধ্যে বন্দি করে রেখেছে বলে আমার ধারণা। বানান-ব্যাকরণ এমন জটিল করছে যে লিখতে গেলে মনে হয়, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। অথচ এটাকে সহজ করার সুযোগ আছে। মনে হয় ইচ্ছে করেই জটিল করে রাখা হয়েছে। 

সারাক্ষণ লেখালেখির উপরে থেকেও নিজের মায়ের ভাষায় লিখতে গেলে ভুলভ্রান্তির ব্যাপারে সর্বদাই আতঙ্কগ্রস্ত থাকতে হয়, সারাক্ষণ অভিধান হাতে নিয়ে ঘুরতে হয়! তাহলে নবীশদের অবস্থা কী! আমি ভীতি জন্মান এমন লেখ্যরূপের ঘোরতর বিরোধী। 

এখন থেকে আমি খানিকটা নিজস্ব বানানরীতি অনুসরণ করে লিখব। আমার বানানরীতির খসড়া প্রচার করার পর থেকে কাজটি করব। এটি পরিবর্তনের জন্য আমার প্রতিবাদ। ভাষার প্রমিত লেখ্যরূপের ব্যাপারে আমি স্বেচ্ছাচারী নই, আমি সহজিয়ার পক্ষে। 

পণ্ডিতি রক্ষার জন্য ভাষা না, ভাষা রক্ষার জন্য পণ্ডিতি। বানান-ব্যাকরণ সহজ করার যথেষ্ট সুযোগ আছে এবং সেটা নেওয়া উচিত। পরে এ বিষয়ে বিস্তারিত পোস্ট দেবার ইচ্ছে রইল। 

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ যুক্তিযুক্ত তারিখঃ 23/11/2017
সর্বমোট 9044 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন