ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ধারাবাহিক রোম্যান্টিক কাব্য: প্রেমপিয়াসীর চতুষ্পদী (পর্ব—২-৩)




ধারাবাহিক রোম্যান্টিক কাব্য:

প্রেমপিয়াসীর চতুষ্পদী
(পর্ব—২-৩)
সাইয়িদ রফিকুল হক

 
২.
 
ভালোবাসার দেখছো কীই-বা
দেখবে অনেক মধুর হাসি,
নেকাব খুলে কাছে এসো
একটু তোমায় ভালোবাসি!
 
ভালোবাসার রঙটা যে লাল
মনটা হলো সফেদসাদা,
মনের ভিতর বাজাও বাঁশি
দূর হবে যে সকল বাধা।
 
 ৩.
 
বেহেশতেরই জাল বুনেছে
আজকে দেখি অনেকমন,
ভালোবাসার একটা স্বর্গ
পাবে কিনা প্রেমিকজন?
 
অনেক আশার স্বর্গধামে
মিলবে নাকো কাব্য শুধু!
ভোগের খেলা ঘৃণা করে
কাব্য বিলায় শান্তিমধু।
 
 
 
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক তারিখঃ 15/11/2017
সর্বমোট 1340 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন