ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

সঙস্কৃতি গ্যালো!

সঙস্কৃতি গ্যালো! 
বই মেলাতে মোল্লাদের তান্ডবে যায়নি
সঙস্কৃতি - সঙস্কৃতি তখন তবনের নীচে বসে
গাজা ঠেলছিলো! সঙগঠন মুখে ধোঁয়া থাকাতে
ফুসফুস আর তবনের নীচের দন্ডের তাড়নায়
ব্যস্ততার কারণে চুপ মেরে ছিলো - চুপ মেরে ছিলো
লোমের সঙস্কৃতি ফলাতে, যখন ভাসমান খদ্দেরের খোঁজে
দেহবিক্রি করে খাওয়া মেয়েটির কাপড় শহীদের নাম ফলকে
শকুনের থাবাতে জীর্ণ পতাকার মতো ঝুলছিলো
ওরে আমার ঢেমনা পুরুষ, ফেসবুকার, প্রগতিবাদী নারী
ওরে আমার লোমের সঙস্কৃতি সেবী! শহীদের নাম ফলক
মুছে গ্যালেও হুশ নাই তোমাদের! রাবীন্দ্রিক শাড়ি ও কপালে টিপ
দিয়ে, গাজার পয়সা বাঁচাতে চুল দাড়ি না কেটে সঙ সাজা
সঙস্কৃতি সেবী ও সেবীকারা
মধুর সামনের শহীদের ফলক ছিড়ে গ্যালেও হুশ নাই
হুশ নাই স্টিলের খাম্বা পোতা পায়রার অশ্লিলতাতেও 
তবে সঙস্কৃতি আছে! বঙ্গবন্ধুর ছবি মাটির কাছে কেনো? 
কোন বালেশ্বরকে প্রশ্ন করতে না দ্যাখে আবাল হই
লেখকের লাশ মাটিতে গড়াগড়ি দিলেও চুপ থাকে 
তবে গর্জে উঠে, রাতে রুম বড্ড প্রয়োজন
সঙস্কৃতির উচ্চাঙ্গ চর্চা চাই বলে।।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ দুরন্ত.. তারিখঃ 07/11/2017
সর্বমোট 2549 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন