ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

অহংকার

চাঁদের অহংকার দেখে,
অগ্নিগিরি ফিক করে হেসে দিলো,
নিজের অবস্থান জানাতে সদর্পে জ্বলে উঠলো সুপ্ত অবস্থা থেকে!
উত্তপ্ত পাথরজোনাকি উগরে দিলো ধরণী কাঁপিয়ে!
রাতজাগা শিশির ভয়ে মাটিতে মিশে গেলো,
সবুজ ঘাসের মায়া ছেড়ে!
ঘাসের উপর বসা ছিলো উলঙ্গ পাগলিটা।
সে পাশ ফিরে তাকালো।
সমস্ত রাত পৃথিবী পোড়লো,
আলো আর আগুনে!
উলঙ্গ পাগলিটা জোছনায় স্নান সেরে আগুনে ঝাঁপ দিলো!
চাদঁ আর অগ্নিগিরি মুখ চাওয়া চাওয়ি করলো।
সূর্য উঠলে চাদঁ নিভে গেলো,
পরশ্রিকাতর অগ্নিগিরি গেলো স্বেচ্ছাকৃত শীতনিদ্রায়!
দুজনের কেউ জানলো না
উলঙ্গ পাগলিটার গল্প
জানলো না তার দুপায়ের ফাঁকে একদিন
এই উদিত সূর্য অস্তমিত গিয়েছিলো।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 07/11/2017
সর্বমোট 2251 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন