ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

আগের মতো শরৎ



















আগের মতো শরৎ

সাইয়িদ রফিকুল হক

 
শরৎ এবার ভাল্লাগে নাই
ছিল গরম হাওয়া,
মনের মতো শরৎ কি ভাই
আর যাবে না পাওয়া?
এতো কেন গরম দেশে?
কোথায় আগের শান্তি,
দূর কর হে প্রভু তুমি
সব মানুষের ক্লান্তি।
নীলআকাশে সাদামেঘের
দেখছি নাতো হাসি,
মনের সুখে কেমন করে
রূপসাগরে ভাসি?
শরৎকালে এমন গরম
মনটা গেল জমে,
আগের মতো শরৎ কি আর
আসবে ধরাধামে?
শরৎকালে শিউলি নাই
নাই যে কাশের ফুল!
বাংলাদেশের শরৎকালে
হচ্ছে কীসের ভুল?
সাদামেঘের ভেলাগুলো
পাবো কোথায় খুঁজে?
শরৎরাণী আছো তুমি
চোখটি কেন বুজে?
 
 
 
 
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১৫/১০/২০১৭
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক তারিখঃ 15/10/2017
সর্বমোট 5895 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন