ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

আত্মোপলব্ধির গান



















আত্মোপলব্ধির গান

সাইয়িদ রফিকুল হক

 
চোখের কোণে জমলো বুঝি
অবশেষে অনেক বেশি কালি,
ভালোবাসার রূপসাগরে
সাঁতার কেটেও তুমি এখন
কার যে এমন চোখের বালি!
মনের মাঝে দুঃখ বেশি
তাইতো দেখি তোমার চোখে কালি,
নতুন স্বপ্নে ওঠো জেগে
হৃদয়টাকে বানাও ফুলের ডালি।
কষ্টগুলো শুকনো পাতা
হাসিমুখে দাও না ঝেড়ে ফেলে,
দেখবে তুমি চিলের মতো
মনের সুখে উড়ছো ডানা মেলে।
তোমার চোখে জমবে কেন
এমনতর কষ্টভরা কালি,
নিজের বোধে হও না সুখী
ঝেড়ে ফেলো দুঃখ-জরা-বালি।
 
 
 

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৯/০৯/২০১৭

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক তারিখঃ 14/10/2017
সর্বমোট 9408 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন