ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

​বিপন্ন ছায়া --


ভেজা শালিক ছুঁয়ে
যে রোদ নাচাত বিকেল 
ঠিক তার পাশেই আমুদে নদী 
চন্দনা পাড় ভেঙেচুরে গাঁ গিলত, 
স্বেচ্ছায় তার বুকে ঝাঁপ দিয়েছে
কতো বউ ঝি'য়ের দল ! 
নকশীবোনা ঢেউ জুড়ে
লাল নীল হলদে রেশমি চুড়ি 
জল তলে সবুজ চোখের মাছ,
শ্যাওলা কেলী 
মনপোড়া অভিমানী রঙ নামাতো তিন প্রহরে, 
ঠোঁট উল্টে বটবৃক্ষেরা বলতেন --
এ কেমন নদী আবার
গায়ে লেপটে আছে বাহারি ঢঙের মানুষে লেবাস !

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাকিয়া রিপা তারিখঃ 10/10/2017
সর্বমোট 5312 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন