ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

রঙ্গিলা নাইয়া



সবকিছু জানতে হয়না
সবকিছু জানাতেও হয়না
কিছুই না জেনে বা জানিয়ে চার বাচ্চার বাপ বনেছিলো
কোনো এক হতাশ কলুর বলদ।

তারপর কিছু না জেনেই মরে গিয়েছিলো
কবর হেসেছিলো তার, মাশকলাই ফুলে।
স্বর্গে যাওয়ারও কথা ছিলো তার
একবেলা খাবে বলে-
একবেলা ঘৃনা করবে বলে
একবেলা ঘুমাবে বলে-
একবেলা ভালোবাসবে বলে
ফের একবেলায় পাড়ি দেবে অনন্ত পথ,
ফের জন্ম নিলো-ফের মরে গেলো
এভাবে পাড়ি দিলো দীর্ঘবিকেল-
শেষ বিদায়বেলায়
দুই হাতের মুঠোয় ছিলো-
ঠিক দুইফোঁটা দু:খ-
বুকে ছিলো তিলেক সুখ
ঠোঁটে ছিলো অবহেলার হাসি-
পায়ের কাছে পেয়ালায় সুরার উতসব।

বিষন্নবসনা সাকি,
একি! একি!! একি!!!
----------------------------------------------------
সন্ধ্যা ৬টা ৩১ মিনিট
১০ অক্টোবর, ২০১৭
-----------------------------------------------------
ছবিঃ অনিমেষ রহমান
স্থানঃ বলেশ্বর নদী,
তাফালবাড়ি, শরনখোলা, বাগেরহাট
------------------------------------------------------

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ অনিমেষ রহমান তারিখঃ 10/10/2017
সর্বমোট 9826 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন