ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

রোহিঙ্গাতে সবাই কাঁদে




















রোহিঙ্গাতে সবাই কাঁদে

সাইয়িদ রফিকুল হক

 
রোহিঙ্গাতে সবাই কাঁদে
সস্তা কাঁদার মানে?
রোহিঙ্গারা ছিল কোথায়
কেউ কি তা জানে?
লোকদেখানো কান্না রাখো
ভাবো দেশের কথা,
বিহারীরা এখন কিন্তু
দেশের মাথাব্যথা!
লোকদেখানো কান্না রেখে
ধরো সঠিক পথ,
রোহিঙ্গারা সবাই কিন্তু
নয়কো এমন সৎ।
বিহারীরা আজও দেখি
গাইছে পাকি-গান,
শরণার্থী-নামে যেন
কেউ করে না ভান।
রোহিঙ্গাদের সেবা কর
খুবই ভালো কথা,
কিন্তু তাদের ঠাঁই দিয়ো না
ঠাণ্ডা রেখো মাথা।
রোহিঙ্গাতে জঙ্গি আছে
দেখবে কত প্রমাণ,
তবুও তুমি বলছো শুধু
ওরা মুসলমান।
নিজের দেশে বিপদ ডেকে
করবে জাতির ক্ষতি?
রোহিঙ্গাতে জঙ্গি আছে
কমাও মনের আবেগ-গতি।
চিরস্থায়ী-শরণার্থী
হয় না যেন রোহিঙ্গা,
নইলে কিন্তু জাতির ভাগ্যে
বাজবে মরণশিঙ্গা!
রোহিঙ্গাতে সবাই কাঁদে
কাঁদার মানে কী?
নিজের পায়ে কুড়াল মেরে
নাকে ঢালো ঘি!
 
 
 
 


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/০৯/২০১৭
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক তারিখঃ 20/09/2017
সর্বমোট 2195 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন