ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

মানবতা আজ বিপন্ন




















মানবতা আজ বিপন্ন

সাইয়িদ রফিকুল হক

 
মানবতা আজ বিপন্ন
সব মানুষের নাই ক্ষুধার অন্ন।
সবখানে আজ লুটেরার দল,
ভালোমানুষ কোথায় পাবে মানোবল?
সবখানে আজ ভণ্ডের ছড়াছড়ি,
সবখানে আজ স্বার্থলোভী-কুকুরের জড়াজড়ি!
নিজের স্বার্থে ঝোলা টানতে সবাই বেশি উৎসাহী!
নিজের হাতে অধিকার-ভোগ করার চেয়ে
আজকে দেখি সবাই হতে চায় পরানুগ্রাহী।
দালাল-মাতাল বেঁধেছে আজ ভয়ানক জোট,
মানুষখুনী সেও দেখি চায় লোকের ভোট!
মানবতা আজ বিপন্ন
মানবজাতি বাঁচাতে আজ কেন এতো কার্পণ্য?
 
 
 

 
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭/০৯/২০১৭

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক তারিখঃ 20/09/2017
সর্বমোট 3712 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন