ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

একদিন মাখামাখি ছিলো

একদিন মাখামাখি ছিলো
মাখনের মতো
অপেক্ষা, প্রতিক্ষা শব্দগুলো তখন
অভিধানের পাতায়
আরও যেনো কিছু শব্দ! ঐযে কি বলে
প্রেম, ভালোবাসা ওসবও ছিলো
সবকিছু থাকবার সাথে সাথে - 
ভবিষ্যত চিন্তা তখনো আসেনি
আসেনি আমরা থেকে আমি
আসেনি প্রশ্রয় দেওয়া কোন শকুন
শবদেহ ছাড়া যার আকাঙ্খার জমিতে
প্রাণ ও সবুজ অনাকাঙ্খিত
এর পর- 
শবদেহের প্রদর্শনী
ধন্বন্তরির অপেক্ষা স্বয়ং ঈশ্বরের
পারিজাত শোভিত সকালের
গোলাপের দর চড়া
বাজারে বিকোলেও হাতে রাখা যায়
বুকে নিলে শার্টে দগদগে লাল ছোপ হয়
পারিজাত শোভিত শব
তুমি জানো কি! 
 কফিন বাহি মিছিল শকুনের জিভে জল আনে
প্রশংসা ঝরে পরে বিজাতিয় ভাষায়
ঠিক মাখন সময়ের মতো
অপেক্ষা, প্রতিক্ষা ফিরে এসেছে
প্রেম, ভালোবাসা অভিধানে
পোড়া চোখ - সব ফুলকে গোলাপ দ্যাখে।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ দুরন্ত.. তারিখঃ 20/09/2017
সর্বমোট 7534 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন