ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

"মা নেই/নেই মেয়ে"

যখন কোন মেয়ে বাসে কিম্বা বাসায় 
জীবন অভিশাপে কতল হয়, রজম
হয় মানবতার। তখন হয়ত সামান্য দূরের কোন সুরীখানায়,
ধর্মাবতার সুরী ও সাকীর ভালবাসায় চেয়ার কিম্বা বিছানায়
বুঁদ হয়ে, আমীর খসরু বনে যায়!

সুরীখানায় সে মসজিদ খুজে, 
সাকীতে খোঁজে জায়নামাজ!

অন্যদিকে তসবি কিম্বা জপমালা ছিঁড়ে 
যেয়ে রুদ্রাক্ষের দানাগুলো, কোন দানব শুষে খায়!

হায় হোসেন হায় হোসেন হয় হর সালে!
হোসেন স্বর্গে বসে ভাবে আমি তো বনবাসে!
ঐ পৃথিবী নামক নরকে জয়নালের মায়েরা মাসীরা
বুক চাপে!

সেখানে জয়নালদের বাবা হয় না, পরিচয় হয় তারা
ইবনে আবিহি নামে মানে সে তার মায়ের ধর্ষকের সন্তান!

আবার সামনে নির্বাচন কিন্তু কেয়ামত কাল শেষ হয় না
কেউ জানে না এই কলিকাল চলবে কতকাল!

বঙ্গভঙ্গ হয় আবার রদও হয় অভিশাপের রদ হবে কি?
এর উত্তর কারো জানা নেই সবাই বেশ ধার্মিক। 
মাথা নিচু করে বলে মানবতা ভীরু ধার্মিকের মত- আল্লাহু আলাম! 
(ঈশ্বরই একমাত্র অবগত আছেন)

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ জিসান শাহরিয়ার তারিখঃ 31/08/2017
সর্বমোট 4124 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন